জাপানে কী করছেন প্রধান উপদেষ্টা?
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণে একচেঞ্জ অফ নোটস সই হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। ছবি: সিএ প্রেস উইং
-
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা।
-
রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরাতে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
বুধবার জাপানের টোকিওর একটি হোটেলে ফ্রেন্ডস অফ বাংলাদেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে এক অনুষ্ঠানের পর ফ্রেন্ডস অফ বাংলাদেশের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
আজ নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়ায় প্রশ্নোত্তর পর্বে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
জাপানে ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়াতে বক্তৃতা দিচ্ছেন প্রধান উপদেষ্টা।