জলমগ্ন ক্যাম্পাস, বিপাকে পরীক্ষার্থীরা
সাগরে নিম্নচাপের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে ক্লাস রুম। ফলে পানিতে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছেন প্রায় চার হাজার শিক্ষার্থী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা। ছবি: জাহিদ পাটোয়ারী
-
৩১ মে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ধর্মপুর ক্যাম্পাসে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
-
কলা ভবন, বিজ্ঞান ভবন-১, বিজ্ঞান ভবন-২, মিলিনিয়াম ভবন ও অর্থনীতি ভবনের নিচতলায় ১৫টিরও বেশি কক্ষে হাঁটু পানিতে থৈ থৈ করছে। এর মাঝেই বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।
-
এছাড়াও কলেজের প্রধান ফটক, অশোকতলা রেলগেট এলাকা ও ধর্মপুরের তিনটি ফটকেই হাঁটু পানি মাড়িয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা।
-
এছাড়া ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন কেন্দ্রে প্রায় ১০ হাজারেও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
-
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, কলেজের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘ ২০ বছরের। আমি অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছি মাত্র কয়েক মাস হলো।
-
এ সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা শিক্ষা প্রকৌশল অফিসে জমা দেওয়া হয়েছে। প্ল্যান পাস হলে সমস্যার সমাধান হবে।