দালাল ধরার অভিযানে র্যাব-সেনাবাহিনী-পুলিশ
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০১ জুন ২০২৫
আপডেট: ০৩:০৯ পিএম, ০১ জুন ২০২৫
রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এবং পুলিশ। ছবি: অভিজিৎ রায়
-
বেলা ১১টার দিকে র্যাব-২ এর স্কয়াটডন লিডার নিফাজ রহমানের নেতৃত্ব সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান শুরু হয়।
-
অভিযান শুরুর কিছু সময়ের মধ্যেই বেশ কিছু দালাল চক্রের সদস্যকে আটক করা হয়।
-
এ সময় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
-
অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরকারি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।