আজকের আলোচিত ছবি: ৩ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে মঙ্গলবার (৩ জুন) ১১তম দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। ছবি: সংগৃহীত
-
নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: ফজলুল হক মৃধা
-
টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আমিনুল ইসলাম
-
ঈদযাত্রা শুরুর আগেই সাভারের নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে ভোগান্তি শুরু হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে সড়ক দুটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে যানজট। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
পিরোজপুরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন গরু ব্যবসায়ী ও ক্রেতারা। এতে হাট অনেকটা ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ছবি: মো. তরিকুল ইসলাম
-
ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে রংপুর-বগুড়া মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এবার ঈদেও সেই যানজটের আশঙ্কা রয়েছে। ছবি: আনোয়ার আল শামীম
-
রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের বিক্ষোভে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি: জাহাঙ্গীর আলম
-
পাকিস্তানের ইসলামাবাদে সানা ইউসুফ নামে ১৭ বছর বয়সী এক জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। ছবি: ফেসবুক থেকে