ঈদের ভাড়া নিয়ে নৈরাজ্য, মাঠে সেনাবাহিনী
ঈদ ঘনিয়ে এলে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যেন নিয়মিত রূপ নেয় ভাড়াবাজির মহোৎসব। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ, কখনো তিনগুণ আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। অভিযোগের অন্ত নেই, কিন্তু প্রতিকার মেলে না সহজে। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। অতিরিক্ত ভাড়ার অভিযোগে যাত্রাবাড়ী-ধোলাইপাড় কাউন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুপুরে সরেজমিনে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।
-
হঠাৎ সেনাবাহিনীর টহল টিম হাজির হতেই পরিবহন কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কেউ পালিয়ে যায়, কেউ আবার দাম কমিয়ে রাখে নির্ধারিত হারে।
-
ঈদের আগে এমন অভিযান স্বস্তি এনে দিয়েছে ভুক্তভোগী যাত্রীদের মাঝে।
-
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের আগের দিনগুলোতে দূরপাল্লার বাসে সাধারণত ভাড়া দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত আদায় করা হয়। এমনকি কিছু বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকাও টাঙানো থাকে না। ফলে সাধারণ যাত্রীরা পড়েন বিপাকে। নিরুপায় হয়েই তারা দিতে বাধ্য হন চাহিদামতো ভাড়া। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। অভিযোগ উঠেছিল বাড়তি ভাড়া আদায়ের।
-
সেই ধারাবাহিকতায় বাস স্টেশনে পৌঁছে যায় সেনাবাহিনীর টহল টিম। তারা একে একে বাস কাউন্টারগুলোতে যান, যাত্রীদের কাছে ভাড়ার পরিমাণ জেনে তা যাচাই করেন নির্ধারিত ভাড়ার তালিকার সঙ্গে। যেসব কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলে, সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।