তেঁতুল-বেলগাছের গল্পে ঈদ প্রস্তুতি, খাইট্টার চাহিদা তুঙ্গে
ঈদের প্রস্তুতির চেনা ছবিতে থাকে ছুরি-চাকুর ঝকঝকে ধার, মাংস কাটার হিড়িক আর ব্যস্ত সময়ের অস্থিরতা। তবে দিনাজপুরের চিত্রটা একটু আলাদা, সেখানে ঈদের প্রস্তুতির অনিবার্য অংশ হয়ে উঠেছে তেঁতুল ও বেলগাছের কাঠ দিয়ে তৈরি খাইট্টা। ছবি: এমদাদুল হক মিলন
-
পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে কিংবা হাটের পাশে বসেছে খাইট্টার ছোট ছোট দোকান।
-
মৌসুমি এই পণ্য যেন কোরবানির মৌসুমে নতুন এক উৎসবের রূপ নিয়েছে।
-
শিশুরাও হয়ে উঠেছে ক্ষণিকের বিক্রেতা-স্কুলের ছুটি, হাতে সময়, আর সামনের ঈদের খরচ মেটাতে তাদেরও রয়েছে নিজস্ব পরিকল্পনা। ঈদের আগের এই প্রস্তুতিতে তেঁতুল-বেলগাছ যেন শুধু কাঠ নয়, হয়ে উঠেছে ঘরের ঈদ আনন্দের এক নীরব সঙ্গী।
-
কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে দিনাজপুরের খাইট্টা বাজার। গরু কেটে মাংস ভাগের জন্য অপরিহার্য এই কাঠের টুকরাগুলো এখন পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে। চাকু-ছুরি যতটা জরুরি, খাইট্টাও হয়ে উঠেছে ততটাই অপরিহার্য। কেজি দরে বিক্রি হওয়া এই খাইট্টা এবার বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে।
-
তেঁতুল ও বেল কাঠের জোগানে কিছুটা সংকট থাকলেও দিনাজপুরজুড়ে জমে উঠেছে খাইট্টার বাজার। আর কোরবানির আগের এই প্রস্তুতি যেন বলে দেয়-ঈদের আনন্দ শুধু পশু কোরবানির মধ্যে নয়, তা জড়িয়ে আছে এমন ছোট ছোট প্রয়োজনীয় জিনিসেও, যেগুলো ছাড়া ঈদের কাজ সম্পূর্ণ হয় না।