১৭ বছরেও সংস্কার হয়নি রাস্তা, ধানে ভরসা রাখলেন এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দীর্ঘদিন সংস্কার না হওয়া একটি গুরুত্বপূর্ণ সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। বারবার আবেদন করেও কাজ না হওয়ায় এবার ক্ষোভে-হতাশায় রাস্তাতেই ধান চাষের সিদ্ধান্ত নেন তারা। ছবি: সোহান মাহমুদ
-
২৩ জুন দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়ি ইউনিয়নের মান্নুমোড় থেকে বড়গাছী-বাইপাস সড়কে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন গ্রামবাসী।
-
তাদের ভাষায়, রাস্তার বর্তমান অবস্থাই যেন ধান চাষের উপযোগী তাই সেই সুযোগই কাজে লাগিয়েছেন তারা।
-
স্থানীয়দের মতে, ২০০৯ সালে কার্পেটিং করা এই সড়কটির বয়স প্রায় ১৭ বছর। কিন্তু এরপর আর কোনো সংস্কার হয়নি। ফলে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে পিচ। কারো না দেখার ফলে রাস্তা এখন আর রাস্তাই নেই- একে বরং ধানের জমি বলাই ভালো।
-
স্থানীয় বাসিন্দা শরিফুর রহমান বলেন, ‘১৭ বছর ধরে রাস্তার এ দশা। আমরা প্রতিবছর এমন করে ধান লাগিয়ে প্রতিবাদ জানাই। কিন্তু কোনো সাড়া মেলে না। হয়তো ধান ফললে তবেই কেউ দেখবে।’
-
এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ চলাচল করে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহন সব কিছুতেই এই সড়ক গুরুত্বপূর্ণ। কিন্তু রিকশা-অটোরিকশা তো দূরের কথা, মরদেহও নিয়ে যেতে হয় মাথায় করে।
-
এ বিষয়ে জানতে চাইলে জামবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।
-
তবে সাবেক চেয়ারম্যান মো. জগলুল হক জানান, ‘আমি অনেক আগেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার জানা মতে, রাস্তার জন্য বরাদ্দও হয়েছে। কিন্তু কাজ কেন শুরু হচ্ছে না, তা জানা নেই।’