সবুজ ভাবনায় সেরা, পুরস্কৃত প্রাণ-আরএফএলের দুই কারখানা
সবুজ প্রযুক্তি ও পরিবেশবান্ধব উৎপাদনের পথে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা পেল প্রাণ-আরএফএল গ্রুপের দুই কারখানা। টেকসই শিল্পায়নের স্বীকৃতিস্বরূপ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে প্রতিষ্ঠান দুটি। ছবি: মাহবুব আলম
-
আধুনিক প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং কর্মপরিবেশের মানোন্নয়নে এগিয়ে থাকা এই কারখানাগুলো আবারও প্রমাণ করলো শিল্পোন্নয়ন আর পরিবেশ সচেতনতা একসঙ্গে চলতে পারে।
-
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
-
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
-
বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
-
মঙ্গলবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০’ এর আওতায় ১৬টি খাতের ৩০টি শিল্প-কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
-
প্রাণ-আরএফএল গ্রুপের নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল লিমিটেড তৈরি পোশাক (নিট) খাতে পুরস্কার পেয়েছে। চরকা টেক্সটাইলের নির্বাহী পরিচালক শাহীন শাহ আজাদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ও আদিলুর রহমান খান। এ ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছে গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেড।
-
খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের আরেক প্রতিষ্ঠান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ও আদিলুর রহমান খান। ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ এবং এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।