পরীক্ষার হলে প্রবেশের আগেই কড়াকড়ি, মাস্কে শিথিলতা
সকাল ১০টা থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৫। রাজধানীর বিভিন্ন কেন্দ্রজুড়ে ছিল পরীক্ষার্থীদের ভিড়, উদ্বেগ আর প্রস্তুতির চিহ্ন। তবে পরীক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে নেওয়া নানা স্বাস্থ্যবিধির মাঝে দেখা গেছে কিছু শিথিলতাও। ছবি: মাহবুব আলম
-
সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র। সকাল থেকেই সেখানে ভিড় করেন পরীক্ষার্থীরা।
-
কেউ এসেছেন একা, কেউ আবার পরিবার-পরিজনের সঙ্গে।
-
পরীক্ষার দিন হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপা টেনশন কাজ করছিল সবার মুখে।
-
শুধু পরীক্ষা নয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে বেশ কিছু নিয়ম মেনে চলতেও হয়েছে শিক্ষার্থীদের।
-
প্রবেশপথেই ছিল সতর্কতা। গেটের মুখে হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রেখেছে স্কুল কর্তৃপক্ষ।
-
প্রত্যেক পরীক্ষার্থীকেই প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে।
-
পরীক্ষাকেন্দ্রে যেন কেউ হার্ডবোর্ড না আনেন, সেই নির্দেশনা আগেই জানানো হয়েছিল। বাস্তবে তার প্রয়োগও দেখা গেছে।
-
গেটে তল্লাশির সময় অনেক শিক্ষার্থীকেই হার্ডবোর্ড ফেলে রেখে ঢুকতে হয়েছে কেন্দ্রে। কেউ কেউ অপ্রস্তুত হয়ে হতাশাও প্রকাশ করেছেন।
-
মাস্ক নিয়ে নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। অনেক পরীক্ষার্থী মুখে মাস্ক না পরেই কেন্দ্রে এসেছেন। কেউ গলায় ঝুলিয়ে রেখেছেন, কেউবা একেবারেই আনেননি। যদিও এখন সংক্রমণের আশঙ্কা তুলনামূলক কম, তবুও স্বাস্থ্যবিধির প্রতি এমন উদাসীনতা প্রশ্ন তুলেছে পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার মান নিয়ে।