পরীক্ষার পরিবেশে স্বস্তির ছোঁয়া, সন্তুষ্ট অভিভাবকরা
পরীক্ষা মানেই উত্তেজনা, উৎকণ্ঠা আর বাড়তি কিছু ভোগান্তি। বিশেষ করে পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট, ভিড় কিংবা হট্টগোল অনেক সময়েই অভিভাবক ও পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে তোলে। কিন্তু এবার চিত্রটা যেন খানিকটা ব্যতিক্রম। ছবি: মাহবুব আলম
-
তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেল এক শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। সরকারি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা হয়নি। যার ফলেই কেন্দ্রের চারপাশ ছিল যানজটমুক্ত ও চলাচলের জন্য স্বাভাবিক।
-
তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেল এক শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। সরকারি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা হয়নি। যার ফলেই কেন্দ্রের চারপাশ ছিল যানজটমুক্ত ও চলাচলের জন্য স্বাভাবিক।
-
অভিভাবকরাও ছিলেন বেশ স্বস্তিতে। সন্তানদের নিয়ে কোনো বাড়তি দুশ্চিন্তা নয়, বরং তারা ছিলেন নিশ্চিন্তে বসে, পরীক্ষা শেষের অপেক্ষায়।
-
কেউ কথা বলছেন পাশের অভিভাবকের সঙ্গে, কেউ বা চুপচাপ মোবাইলে চোখ রেখে সময় পার করছেন।
-
তেজগাঁও কেন্দ্রের আশপাশের দোকানপাটও ছিল স্বাভাবিক ছন্দে। কোথাও কোনো উচ্চ শব্দ বা অনাকাঙ্ক্ষিত ভিড় চোখে পড়েনি। সব মিলিয়ে একটি পরীক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে-এটা শুধু পরীক্ষার্থীদের জন্যই নয়, অভিভাবকদের মনেও এনে দিয়েছে প্রশান্তি।