আজকের আলোচিত ছবি: ২৭ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিরা ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ ঢাকায় সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী সেন্টারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ছবি: পিআইডি
-
রাজধানীতে চলছে জাতীয় বৃক্ষমেলা। গাছ-গাছালিতে ভরে গেছে মেলা প্রাঙ্গণ। পছন্দের গাছ কিনছেন ক্রেতারা। তবে এবার মেলায় একটি বনসাইয়ের দাম উঠেছে ৩ লাখ টাকা পর্যন্ত। ছবি: জাগো নিউজ
-
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ সকালে নয়া পল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: জাগো নিউজ
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ‘সমন্বিত ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে দলটি। ছবি: এএফপি (ফাইল ছবি)