আজকের আলোচিত ছবি: ১১ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, সেসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে। বেশকিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত। কিছু বিষয় অমীমাংসিত। ছবি: জাগো নিউজ
-
বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খবর নিতে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রাণ ম্যাংগো ফেস্ট’। আমের স্বাদ ও ঘ্রাণ ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশে চলছে এ আয়োজন। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে আমের এ উৎসব। ছবি: জাগো নিউজ
-
আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: জাগো নিউজ
-
সিরাজগঞ্জে ভারী বর্ষণে যমুনা নদীতে পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যা বিপৎসীমার ১৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার সদর, কাজিপুর, শাহজাদপুর, চৌহালী, চলনবিলের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ছবি: জাগো নিউজ