আজকের আলোচিত ছবি: ১৮ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত প্রতীকী ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী ম্যারাথনে বিজয়ীদের সাথে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সার্কভুক্ত দেশসমূহের প্রায় চার শতাধিক হিসাববিদের অংশগ্রহণে আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্ট (এসএএফএ) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতিসহ চার দফা দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মহাসমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। ছবি: জাগো নিউজ
-
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে লাগা আগুন। ১৭ জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। ছবি: জাগো নিউজ
-
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট চিত্র, যাচাই করা ভিডিও ফুটেজ ও মানবাধিকার বিশেষজ্ঞদের বিশ্লেষণে এ চিত্র উঠে আসে। ছবি: এএফপি