মঞ্চেই আযান, জমায়েতে জোহরের নামাজ
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০১:৩৬ পিএম, ১৯ জুলাই ২০২৫
জামায়াতে ইসলামীর আজকের কেন্দ্রীয় মহাসমাবেশ শুধু রাজনৈতিক নয়, ছিল ধর্মীয় আবহেও মোড়ানো। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালীন যখন জোহরের সময় হয়, তখন মঞ্চ থেকেই দেওয়া হয় আযান। ছবি: মাহবুব আলম
-
তাৎক্ষণিকভাবে সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী নামাজের জন্য সারিবদ্ধ হয়ে যান মাঠজুড়ে।
-
কেউ মঞ্চের সামনেই দাঁড়িয়ে যান, কেউ আবার নিজেদের পাঞ্জাবি, গামছা বা পত্রিকা বিছিয়ে নিচে বসে পড়েন।
-
কাতারবন্দি হয়ে সম্মিলিতভাবে আদায় করেন জোহরের নামাজ। হঠাৎ করেই যেন সমাবেশস্থল রূপ নেয় একটি বৃহৎ খোলা মসজিদে।
-
নামাজ শেষে দোয়া করা হয় দেশের জন্য, দলের জন্য এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য।
-
এই দৃশ্যে একদিকে যেমন ধর্মীয় অনুশাসনের প্রতি দলটির আনুগত্য প্রকাশ পেয়েছে, অন্যদিকে সমাবেশের ভেতরে থাকা মানুষের জীবনযাত্রা, মূল্যবোধ ও প্রস্তুতির এক অনন্য চিত্রও ধরা পড়েছে।