এক নজরে জামায়াতের মহাসমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান আজ পরিণত হয়েছে জনসমুদ্রে। জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্যান ও আশপাশের এলাকা জনতার পদচারণায় মুখরিত। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড়ে উদ্যান যেন পরিণত হয়েছে এক বৃহৎ মিলনমেলায়। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবন থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা গেছে মানুষে মানুষে ঠাসা গোটা এলাকাজুড়ে জমজমাট উপস্থিতি। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়।
-
বিভিন্ন জেলা থেকে আগত কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একসময় উদ্যানের প্রতিটি কোণায় কোণায় ভিড় উপচে পড়ে। ঢাকার কেন্দ্রস্থল রমনার প্রাণকেন্দ্র এই উদ্যান পরিণত হয় জনতার এক বিশাল ঢলে।
-
সমাবেশস্থলের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিড় এতটাই ঘন যে স্থির চিত্রেও মনে হচ্ছে চলমান জনস্রোত।
-
জানা গেছে, এই মহাসমাবেশে কেন্দ্রীয় নেতারা দলের নানা দাবি ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরছেন। মাঠজুড়ে সাউন্ড সিস্টেম, মঞ্চ ও শৃঙ্খলা রক্ষাকারী স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, লাখো মানুষ এই সমাবেশে অংশ নিয়েছেন।
-
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে।’
-
সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেকেই জানান, তারা রাতের বেলায় ঢাকায় এসে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। কেউ কেউ ভোরের ট্রেন বা বাসে এসেছেন। অনেককে দেখা গেছে দলবদ্ধভাবে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করতে।
-
সমাবেশস্থলে জোহরের নামাজ আদায়ের সময় মাইকে আযান দিয়ে সামনে প্যান্ডেলের অংশে জামায়াতের নেতারা নামাজ আদায় করেন। উপস্থিত জনতাও তখন নামাজে শরিক হন।