ধোঁয়া, আগুন আর আতঙ্ক
নীল ধোঁয়ায় ঢাকা আকাশ বাতাস রঙ হয়ে ওঠে ছাই। দুপুরের এক বিকট শব্দ আমাদের দেশে ইতিহাসের সবচেয়ে করুণ এক ঘটনা রচনা করে ফেলল। ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজের প্রধান ক্যাম্পাসে আজ দুপুরে বিমান বাহিনীর এফ-সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তে বিলীন শিক্ষক-অভিভাবকদের আশার আলো, আর এমনকি পুরো সমাজের আত্মবিশ্বাস। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
-
দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
-
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক খুদে বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
-
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছুটাছুটি করতেও দেখা গেছে।
-
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।
-
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫১ জন ভর্তি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।