ভুয়া ভুয়া ধ্বনিতে থমকে যায় সংলাপ
উত্তেজনায় টগবগে ক্যাম্পাস, হতভম্ব প্রশাসন। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। প্রশাসনের জবাব চাইতেই শিক্ষার্থীরা জমায়েত হয় কলেজ প্রাঙ্গণে। কথা বলতে এগিয়ে আসেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রেস সচিব। কিন্তু শিক্ষার্থীরা স্লোগানে ফেটে পড়ে ‘ভুয়া ভুয়া’। মুহূর্তেই থমকে যায় প্রশাসনের সংলাপের চেষ্টা। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় শিক্ষকদের কনফারেন্স রুমে, যেখানে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে দীর্ঘ সময় ধরে। ছবি: মাহবুব আলম
-
দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন নিরাপত্তার দাবি ও প্রশাসনের জবাবদিহির জন্য। সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে। এরই মধ্যে উপস্থিত হন কলেজের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রেস সচিব। উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমিত করা। কিন্তু পরিস্থিতি ঠিক উল্টো দিকে মোড় নেয়।
-
তিন উপদেষ্টা কথা বলার চেষ্টা করতেই শিক্ষার্থীরা স্লোগানে ফেটে পড়ে ‘ভুয়া ভুয়া’। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাধ্য হয়ে তারা আশ্রয় নেন কলেজ ভবনের শিক্ষকদের কনফারেন্স রুমে।
-
এই সময় শিক্ষার্থীরা রুমটির বাইরে অবস্থান নেন এবং দরজার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ দরজায় ধাক্কা দেন, কেউ আবার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন ‘বিচার চাই’, ‘নিরাপত্তা চাই’, ‘ভুয়া কথা শুনবো না’।
-
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপদেষ্টারা শুরুতে পরিস্থিতি বুঝে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্বাস রাখতে পারেননি। একপর্যায়ে সুর চড়াতে থাকে এবং তারা আর কথা না বলে দ্রুত কনফারেন্স রুমে ঢুকে যান। এরপর থেকে রুমটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
-
শিক্ষার্থীদের অভিযোগ বিমান বিধ্বস্ত হওয়ার দিন কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে। এমন একটি দুর্ঘটনায় শিক্ষার্থীদের সুরক্ষার দায়িত্ব যে কতটা উপেক্ষিত ছিল, সেটি প্রমাণ হয়ে গেছে।
-
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অনুরোধে প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন। তবে শিক্ষার্থীরা এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
-
একটি দুর্ঘটনা শুধু একজন শিক্ষার্থীর প্রাণহানিই ঘটায়নি, উন্মোচিত করেছে গোটা ব্যবস্থার দুর্বলতা। শিক্ষার্থীরা এখন জবাব চাইছে আসলে কে দায়িত্ব নেবে এই নৈরাজ্যের?