ব্যাপক পুলিশ প্রটেকশন নিয়েও বের হতে ব্যর্থ উপদেষ্টা
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উত্তরের মাইলস্টোন কলেজ থেকে বের হতে গিয়ে ব্যর্থ হয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: মাহবুব আলম
-
টানা প্রায় ৫ ঘণ্টা ধরে কলেজ ভবনে অবরুদ্ধ থাকার পর দুপুর সোয়া ৩টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাধার মুখে পড়েন তারা।
-
শিক্ষার্থীরা ওই সময় কলেজের সামনে অবস্থান নিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন।
-
ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপদেষ্টাদের বহর আবার কলেজ ভবনের ভেতরে ফিরে যেতে বাধ্য হয়।
-
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয় কলেজ চত্বর এবং আশপাশের এলাকায়।
-
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উপদেষ্টারা কলেজ ভবনের মধ্যেই অবস্থান করছেন বলে জানা গেছে।
-
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক নীতিগত কোনো সিদ্ধান্ত বা বক্তব্যের প্রতিবাদে এই প্রতিক্রিয়া তৈরি হয়েছে।