আজকের আলোচিত ছবি: ২২ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এসময় তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আজ ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের বিষয়ে প্রেস ব্রিফিং করেন। ছবি: পিআইডি
-
বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। এতে আহত হয়ে অন্তত ৮৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ছবি: জাগো নিউজ
-
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর চালিয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লাঠিচার্জ করে সচিবালয় থেকে বের করে দেয়। ছবি: মাসুদ রানা
-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
রাজধানীর উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণতালিকা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা। ছবি: কামরুজ্জামান মিন্টু
-
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উদ্ধারকাজ, রক্ত দেওয়াসহ আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বিএনপির কার্যক্রম মনিটরিং করে নির্দেশনা দিয়েছেন। ছবি: কামরুজ্জামান মিন্টু
-
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষাবোর্ড এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: মিলন রহমান
-
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ছবি: আব্দুল্লাহ আল নোমান