স্কুল নয়, যেন নিষিদ্ধ এক দুর্গ

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৩ জুলাই ২০২৫ আপডেট: ১২:১৪ পিএম, ২৩ জুলাই ২০২৫

আজকের সকালটা যেন ছিল অস্বাভাবিক এক নাট্যমঞ্চ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে প্রতিদিন গমগম করত কোমলমতি শিক্ষার্থীদের পদচারণা সেই পরিচিত চেহারাটা আজ আর নেই। গেইট বন্ধ, চারপাশে কড়াকড়ি নিরাপত্তা, প্রবেশ নিষেধ সংবাদকর্মী, অভিভাবক কিংবা শিক্ষার্থীদের। অথচ স্কুল চত্বরে ঢুকতে না পারলেও থেমে থাকেনি মানুষের কৌতূহল গেইটের বাইরে যেন মেলা বসেছে দর্শনার্থীদের! লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম