স্কুল নয়, যেন নিষিদ্ধ এক দুর্গ
আজকের সকালটা যেন ছিল অস্বাভাবিক এক নাট্যমঞ্চ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে প্রতিদিন গমগম করত কোমলমতি শিক্ষার্থীদের পদচারণা সেই পরিচিত চেহারাটা আজ আর নেই। গেইট বন্ধ, চারপাশে কড়াকড়ি নিরাপত্তা, প্রবেশ নিষেধ সংবাদকর্মী, অভিভাবক কিংবা শিক্ষার্থীদের। অথচ স্কুল চত্বরে ঢুকতে না পারলেও থেমে থাকেনি মানুষের কৌতূহল গেইটের বাইরে যেন মেলা বসেছে দর্শনার্থীদের! লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম
-
২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আলোচনায় আসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আজ সকাল থেকে যেন সেখানে আরেকটি অদৃশ্য চাপা উত্তেজনা।
-
পুরো স্কুল এলাকা এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। মূল ফটকে তালা, বাইরে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
-
কেউ স্কুলে ঢুকতে পারছেন না; না মিডিয়া কর্মী, না অভিভাবক, না শিক্ষার্থী। গেইটের বাইরে দাঁড়িয়ে উৎসুক জনতা, কেউবা হাতে ক্যামেরা, কেউবা মোবাইলে দৃশ্য ধারণে ব্যস্ত। স্কুলের গেইট পেরিয়ে কেউ কি বের হবেন? ভেতরে কী ঘটছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে। আর সেই কৌতূহল থেকেই কেউ দেয়ালের ফাঁক দিয়ে, কেউ ছাদ থেকে ক্যামেরা তাক করে সংগ্রহ করছেন ছবি-ভিডিও।
-
এই ভিড়ে সবচেয়ে বেদনাদায়ক চিত্রটি দেখা গেছে শিশুদের নিয়ে। স্কুল ড্রেসে সজ্জিত কিছু কোমলমতি শিক্ষার্থী দাঁড়িয়ে আছে গেইটের বাইরে। হয়তো তারা জানেই না আজ কেন বন্ধ তাদের প্রিয় স্কুল, হয়তো বুঝে উঠতে পারছে না-এই অচেনা পরিবেশ কেন! ছোট্ট চোখে তারা খুঁজছে নিজেদের ক্লাসরুম, খেলার মাঠ, কিংবা কোনো স্যারের চেনা মুখ।
-
অভিভাবকদের চোখে-মুখেও উদ্বেগ। অজানা উৎকণ্ঠায় দাঁড়িয়ে রয়েছেন তারা।
-
এই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অনেকে বলছেন, চলমান তদন্ত ও নিরাপত্তার স্বার্থেই হয়তো আজকের এই বিধিনিষেধ।
-
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই কড়া নিরাপত্তা, এই অচেনা আতঙ্ক, শিশুদের বিভ্রান্ত মুখ আর মানুষের কৌতূহল মিলে যে দৃশ্যপট তৈরি হয়েছে, তা শিক্ষার পরিবেশে কতটা স্বাভাবিকতা ফিরিয়ে আনবে?
-
স্কুল কোনো সময়ই শুধু ভবনের নাম নয়, তা একটি আবেগ, একটি নির্ভরতার জায়গা। সেই নির্ভরতা যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন চারপাশে জন্ম নেয় কেবল প্রশ্ন আর কৌতূহল।
-
আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তার সেই চিরচেনা রূপ হারিয়ে যেন রূপ নিয়েছে এক নিষিদ্ধ দুর্গে, যেখানে প্রবেশ নয় কেবল দূর থেকে তাকিয়ে থাকাই নিয়ম।