ছবিতে দেখুন বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
২১ জুলাই ২০২৫, বাংলাদেশের ইতিহাসে আরেকটি শোকাবহ দিন। উত্তরার আবাসিক এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর আচমকা বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। যে প্রতিষ্ঠান একসময় শিক্ষার্থীদের কোলাহলে মুখর ছিল, সেখানে আজ শুধুই ধ্বংসস্তূপ আর স্তব্ধতা। ছবি: জাগো নিউজ
-
বিধ্বস্ত ভবনের দৃশ্য দেখে সহজে বোঝা যায় এই প্রতিষ্ঠান কতটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
ফাটা দেয়াল, পুড়ে যাওয়া কক্ষ, ছড়িয়ে থাকা কংক্রিটের টুকরো সব কিছু যেন একটি দুঃস্বপ্নের স্মৃতি বহন করছে।
-
বাইরে পরে আছে পুড়ে যাওয়া চেয়ার।
-
এ যেন ময়লার স্তুপ।
-
আগুনে পুড়ে গেছে কোমলমতি শিক্ষার্থী, রয়ে গেছে তার শেষ চিহ্ন।
-
আজ সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যার গেট পেরিয়ে একদিন শত শত শিক্ষার্থী ছুটে যেত জ্ঞানের খোঁজে, আজ সেখানে ছড়িয়ে আছে এক বিষণ্ন নীরবতা।
-
এই ঘটনায় শুধু ভবন নয়, ভেঙে পড়েছে শিক্ষার্থীদের মনোবলও। যারা প্রতিদিন সকালে ইউনিফর্ম পড়ে এই প্রতিষ্ঠানে ছুটে আসত, এখন তারা চোখে-মুখে ভয় আর অনিশ্চয়তা।
-
হাসপাতালের বিছানায় শোয়ে কাতরাচ্ছে দগ্ধ হওয়া কোমলমতি শিক্ষার্থীরা।
-
যারা এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছে তারাও ট্রমার মধ্যে রয়েছে, বিশেষ করে প্রাথমিক শ্রেণির শিশুরা।