ছোট্ট নুসরাত নেই, রয়ে গেছে তার ঘর আর অজস্র স্মৃতি

প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৩ জুলাই ২০২৫ আপডেট: ০৪:২০ পিএম, ২৩ জুলাই ২০২৫

দরজার গায়ে আজও সাঁটা আছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা। রঙিন কাগজে ছোট্ট হাতে লেখা ‘শুভ জন্মদিন নুসরাত’। দেয়ালের কোণায় রাখা স্কুলব্যাগটা এখনো যেমন ছিল, তেমনই। খোলা খাতায় পড়ে আছে হ্যান্ডরাইটিংয়ের অনুশীলন, আর একটা পেন্সিল, যেটা শেষবার ব্যবহার করেছিল মেয়েটি। কিন্তু সেই ঘর, খাতা, উইশ কার্ড-সবই আজ যেন বোবা এক সাক্ষী। ছোট্ট নুসরাত আর নেই। বিস্মৃত হতে থাকা এক ভয়াবহ স্মৃতির নাম হয়ে উঠেছে সে। ছবি: মাহবুব আলম