আজকের আলোচিত ছবি: ২৩ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকিব। ছবি: পিআইডি
-
ঢাকায় গ্রিনরোডে পানি ভবনে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬তম সভায় সভাপতির বক্তৃতা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: পিআইডি
-
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: পিআইডি
-
টোকিওর বাংলাদেশ দূতাবাসে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলে অংশ নেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১৮তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তিসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভিসাপ্রত্যাশী ভুক্তভোগীরা। ছবি: রায়হান আহমেদ
-
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: মাসুদ রানা
-
চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে তোপের মুখে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন। এসময় সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। ছবি: সোহান মাহমুদ
-
প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রার করেছেন এলাকাবাসী। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। ছবি: রেজাউল করিম রেজা