জ্বলন্ত স্বপ্নের ছাই: মাইলস্টোন স্কুল গেটের সামনে এক মায়ের কান্না

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৪ জুলাই ২০২৫ আপডেট: ০৩:৪৬ পিএম, ২৪ জুলাই ২০২৫

স্কুলব্যাগটা এখনও রঙচঙে। ছবির কার্টুনগুলো যেন নিষ্পাপ এক জীবনের পরিচয় বহন করছে। কিন্তু সেই ব্যাগের মালিক, ছোট্ট উম্মে আফিয়া মরিয়ম আর নেই। আগুন কেবল পোড়ায়নি তার ছোট্ট দেহটাকে, ছাই করে দিয়েছে ভবিষ্যতের সমস্ত স্বপ্নও। আর স্কুল গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছেন তার মা চোখে-মুখে শূন্যতা, গলার স্বরে এক ভয়ানক হাহাকার। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম