আজকের আলোচিত ছবি: ২৪ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস । ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়ারদের সাথে ফটোসেশনে অংশ নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: পিআইডি
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে সংস্কারের পক্ষে কাজ করছে। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে।’ ছবি: আবুল হাসনাত মো. রাফি