আজকের আলোচিত ছবি: ২৫ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে। ছবি: পিআইডি
-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে দ্বিতীয় একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে। ছবি: পিআইডি
-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল তিতাস টি অ্যান্ড ডি পিএলসি দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। ছবি: পিআইডি
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আজ বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে আজ সকালে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: জাগো নিউজ
-
কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ নিরসনে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব। ছবি: এএফপি