আজকের আলোচিত ছবি: ২৭ জুলাই ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: পিআইডি
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রথম আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাবির অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। ছবি: অভিজিৎ রায়
-
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও ৫ জন। ছবি: জাগো নিউজ
-
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
বকেয়া বেতন পরিশোধসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে নামের একটি সিরামিক কারখানার শ্রমিকরা। ছবি: মো. আমিনুল ইসলাম
-
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ইতালি থেকে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক দাতব্য সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ দখল করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: আল জাজিরা
-
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ইতালি থেকে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক দাতব্য সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ দখল করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: আল জাজিরা