মানুষের কৌতূহলে স্থবির মাইলস্টোন

প্রকাশিত: ১০:১২ এএম, ২৮ জুলাই ২০২৫ আপডেট: ১০:১২ এএম, ২৮ জুলাই ২০২৫

একটি দুর্ঘটনা বদলে দিয়েছে শিক্ষাঙ্গনের চেনা ছন্দ। বিমান বিধ্বস্তের ঘটনা যেন শুধু আকাশেই নয়, নেমে এসেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণেও। সপ্তম দিন পার হলেও থামেনি কৌতূহলী মানুষের ভিড়। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে অনেকে এসে জড়ো হচ্ছেন দুর্ঘটনাস্থলে কেউ একা, কেউ পরিবার নিয়ে। কেউ ভিডিও করছেন, কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখছেন ক্ষতিগ্রস্ত ভবনের ভয়াবহ চিহ্ন। এই অনবরত জনসমাগমে স্কুল প্রাঙ্গণে ফিরে আসেনি স্বাভাবিকতা। পাঠদানের মতো সংবেদনশীল সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ভুগছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। তারা বলছেন, শিক্ষা কার্যক্রম শুরু করতে চাইলেও ভিড় নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেই পথ মসৃণ নয়। ছবি: হাসান আদিব