বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা, চালকদের পাশে ডিটিসিএ
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। রাজধানীর বিভিন্ন বাস ও ট্রাকচালকের দৃষ্টিশক্তি পরীক্ষা করে বিনামূল্যে চশমা সরবরাহ ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এই আয়োজনের মাধ্যমে। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই সেবা কার্যক্রম, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
-
সহযোগিতায় রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন।
-
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
-
ডিটিসিএ জানিয়েছে, তিন দিনে মোট এক হাজার বাস ও ট্রাকচালকের চোখ পরীক্ষা করে তাদের প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহ করা হবে। এর পাশাপাশি চালকদের দেওয়া হচ্ছে রক্তচাপ, ব্লাড সুগার, অক্সিজেন মাত্রা, চোখের চাপ, দৃষ্টিশক্তি ও ছানি সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা।
-
চালকদের চোখের সমস্যা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাই নেওয়া হয়েছে এই সময়োপযোগী উদ্যোগ। আয়োজকরা মনে করছেন, চালকদের শারীরিক সক্ষমতা নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনার হার অনেকটাই কমানো সম্ভব।
-
সেবা প্রদানের জন্য রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ টার্মিনাল ও একটি বিআরটিসি কার্যালয়কে নির্বাচন করা হয়েছে।
-
মঙ্গলবার তেজগাঁও বিআরটিসি কার্যালয়ে, বুধবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে, আর বৃহস্পতিবার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে এ সেবা দেওয়া হবে।
-
এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, বরং গণপরিবহন খাতে নিয়োজিত শ্রমজীবী মানুষের প্রতি কর্তৃপক্ষের এক ধরনের মানবিক সম্মাননা; যা শুধু চোখের দেখাই নয়, সমাজের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম।