ছবিতে ডাকসু ভবনের প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে আজ চোখে পড়ছে ভিন্ন এক দৃশ্য। ভিপি, জিএস ও এজিএসের রুমে চলছে ধোয়া-মুছা, চেয়ার-টেবিল ঠিক করা-প্রতিটি কোণ সাজানো যেন নতুন কোনো দিনের প্রস্তুতি চলছে। রুমের বাইরে উৎসুক জনতা দাঁড়িয়ে ছবি তুলছে। ডাকসু শুধু রাজনীতির কেন্দ্র নয়, ছাত্র জীবনের ছোট ছোট মুহূর্তেরও জীবন্ত ছবি হয়ে উঠেছে। ছবি: মাহবুব আলম
-
যেখানে শুধু ছাত্রনেতা এবং তাদের কর্মীদের আনাগোনা থাকে, আজ সেখানে চলছে বিশেষ প্রস্তুতি।
-
ডাকসুর ভিপি, জিএস এবং এজিএসের রুমে চলছে ধোয়া-মুছা, চেয়ার-টেবিল সাজানো সবই নতুনদের বরণের প্রস্তুতি।
-
অনেকেই থেমে দাঁড়াচ্ছেন, ছবি তুলছেন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছে তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছে তারা।
-
বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।