আজকের আলোচিত ছবি: ১৫ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় রাজধানীতে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান। ছবি: সিএ প্রেস উইং
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-তসে। ছবি: পিআইডি
-
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে ঢাকায় আগারগাঁওয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণের নিমিত্ত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনাপূর্বক সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ টাস্কফোর্সের প্রতিবেদন দাখিল করা হয়। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এবং টিকন সিস্টেম লিমিটেডর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়। ছবি: পিআইডি
-
জাতীয়করণবঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। ছবি: অভিজিৎ রায়
-
মাইলস্টোন দুর্ঘটনায় ৪৫ ভাগের বেশি বার্ন নিয়ে ভর্তি হওয়া রোগী রোহান সুস্থ হয়ে বাসায় যাওয়ার আগে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন তার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে দেশ-বিদেশ ভ্রমণের সব আয়োজনে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর বনশ্রী-আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্যে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর পৃথক তিনটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের বিক্ষোভ সড়ক অবরোধে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চেলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: এন কে বি নয়ন
-
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে উত্তাল রয়েছে ভাঙ্গা। ছবি: এন কে বি নয়ন
-
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপে নয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে। দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। ছবি: রোকনুজ্জামান মানু