দুর্গা উৎসবের রঙে সেজেছে জগন্নাথ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবারও উৎসবমুখর আভায় সেজে উঠেছে। প্রতি বছরের মতো এবারও হল মন্দিরে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে দেবীর মহিমান্বিত প্রতিমা স্থাপন করা হয়েছে, যা এরইমধ্যে ভক্তদের আগমনকেন্দ্র হিসেবে রূপ নিয়েছে। ছবি: মাহবুব আলম
-
দুর্গা উৎসবের সূচনা হবে কাল থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। উৎসব চলবে ধুমধাম ও ভক্তিমাখা পরিবেশে।
-
জগন্নাথ হলের প্রাঙ্গণ সাজানো হয়েছে বিভিন্ন স্টল দিয়ে, যেখানে দর্শনার্থীরা পূজা সম্পর্কিত সামগ্রী, সুস্বাদু খাবার ও হস্তশিল্প পণ্য উপভোগ করতে পারবেন।
-
ছোটদের জন্যও আনন্দের আয়োজন রয়েছে। হল প্রাঙ্গণে বিশেষভাবে শিশুদের খেলার জন্য রাইড বসানো হয়েছে, যাতে তারা উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।
-
পরিবার-পরিজন, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দুর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করছে।
-
দুর্গা উৎসব কেবল ধর্মীয় আচার নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, ঐতিহ্যবোধ এবং সামাজিক বন্ধন শক্তিশালী করার একটি বিশেষ সময়। তাই প্রতিটি বছরই জগন্নাথ হলের প্রাঙ্গণ এই উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে।
-
যাদের এই সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় আসার সুযোগ হবে, তারা এই উৎসবের আনন্দ উপভোগ করতে ভুলবেন না। জগন্নাথ হলের প্রাঙ্গণ একবার ঘুরলেই বোঝা যায়, কেন এখানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী ও দর্শনার্থী দুর্গা উৎসব উদযাপনের জন্য ভিড় জমান।