আজকের আলোচিত ছবি: ৫ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ছবি: পিআইডি
-
ঢাকার গুলশানে হোটেল লেক ক্যাসেলে ‘রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স (রাইমা) কনফারেন্স ২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা’ বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিসিএমের ১২৫তম সভায় সভাপতির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এবং বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটিং মেকানিজম (বিসিসিএম)-এর চেয়ারপারসন নূরজাহান বেগম। ছবি: পিআইডি
-
জয়পুরহাট পৌরসভায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১০৩ জনে দাঁড়িয়েছে রোগীর সংখ্যা। হাসপাতালে গড়ে প্রতিদিন ৪০-৫০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। গত দুদিনে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। ছবি: আল মামুন