আজকের আলোচিত ছবি: ৮ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ও মিটফোর্ড হাসপাতালের নতুন ইমার্জেন্সি কমপ্লেক্সের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ও মিটফোর্ড হাসপাতালের নতুন ইমার্জেন্সি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সব পক্ষের স্বার্থকে সমন্বিত করে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
-
হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের দাবি- অতিরিক্ত শীতের কারণে এ ফাটল দেখা দিয়েছে। ছবি: রেজাউল করিম রেজা