এ যেন ধুলার রাজ্যে
শীতকালের শুষ্ক মৌসুমে রাজধানীর রাস্তাগুলো যে কতটা ধুলোময় হতে পারে, তা নতুন বাজার ভাটারার রাস্তাগুলোতে একবার দেখলেই বোঝা যায়। এই এলাকায় চলমান রাস্তা খোঁড়াখুঁড়ির কাজের সঙ্গে মিলিয়ে ধুলোবালির মাত্রা এতটাই বেড়েছে যে পথচারীদের জন্য রাস্তায় চলাচল সত্যিই দুঃসহ হয়ে উঠেছে। ছবি: মাহবুব আলম
-
সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাস্তার ধুলাবালি বাতাসে ভেসে ওঠে। অনেকেই নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন, কেউ আবার মুখ ও চোখ ঢেকে রাস্তায় হাঁটছেন।
-
স্থানীয়রা জানান, বছরের এই সময়ের শুষ্ক আবহাওয়ার কারণে ধুলো দ্রুত ছড়িয়ে পড়ে, আর রাস্তা খোঁড়াখুঁড়ি কাজের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
-
‘প্রতিদিনই অফিসে যাওয়ার সময় নাক চেপে চলতে হয়। ধুলা এতটাই বেশি যে শ্বাস নিতে কষ্ট হয়’- এমন অভিযোগ সব পথচারীর।
-
অনেকে বলছেন, শুধু হাঁটা নয়, শিশু বা বৃদ্ধদের জন্য এই ধুলাবালি আরও ঝুঁকিপূর্ণ।
-
রাজধানীর এই রাস্তাগুলোতে সময়মতো পানি ছিটানো বা ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ প্রতিদিনই শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অসুবিধার মুখোমুখি হচ্ছেন।
-
শীতকাল হলেও নিরাপদ ও স্বচ্ছ রাস্তায় চলাচল করা মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত, তবে ভাটারার নতুন বাজার এলাকায় তা এখন চরম চ্যালেঞ্জের মুখে।