আজকের আলোচিত ছবি: ১১ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিদায়ি উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে একটি মধ্যাহ্নভোজনের আয়োজন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। ছবি: সিএ প্রেস উইং
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে নিযুক্ত জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মাহবুবা ফারজানা মন্ত্রণালয়ের সভাকক্ষে অবসরজনিত কারণে তথ্য অধিদফতরের বিদায়ি প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা
-
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। ছবি: অভিজিৎ রায়
-
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এর নেতৃত্বে প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং মঙ্গোলিয়ার পক্ষে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও চুক্তিতে সই করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ‘আন্তর্জাতিক পর্বত দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত ‘জল খাদ্য ও পর্বত এবং তার বাইরে জীবন জীবিকার জন্যে হিমবাহ গুরুত্বপূর্ণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: পিআইডি