আজকের আলোচিত ছবি: ১৪ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কর্মকর্তাদের সঙ্গে সালাম বিনিময় করেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালট সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: পিআইডি
-
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে একই ছাতার নিচে ভূমিসেবা সহজে প্রদানের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যবলী ভূমি মন্ত্রণালয়ের আওতাধীনে আনায়নের নিমিত্ত সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি