আজকের আলোচিত ছবি: ১৬ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবস উপলক্ষে উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: পিআইডি
-
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: পিআইডি
-
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘যুব ম্যারাথন’ শুরু হয়েছে। সকাল ৮টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ম্যারাথন শুরু হয়। ছবি: রায়হান আহমেদ
-
মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ছোট-বড় নানা বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সেখানে। ছবি: নাহিদ সাব্বির
-
বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জমে ওঠে শ্রদ্ধা ও আবেগের মিলনমেলা। ছবি: সংগৃহীত
-
মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। ছবি: মাহফুজুর রহমান নিপু