আজকের আলোচিত ছবি: ২৯ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ছবি: সিএ প্রেস উইং
-
ঢাকায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলেনে ব্রিফ করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সেমিনার কক্ষে ‘শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। ছবি: পিআইডি
-
রাজধানীর কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: অভিজিৎ রায়
-
তীব্র শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলের মতো পিরোজপুরে ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। ছবি: মো. তরিকুল ইসলাম