এ কান্না অভিভাবক হারানোর
এটা শুধু কোনো রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে চোখের জল নয়, এ কান্না একজন অভিভাবক হারানোর। এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করা নেতাকর্মীদের চোখে-মুখে আজ সেই শোকই স্পষ্ট। কেউ অঝোরে কাঁদছেন, কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, আবার কেউ বারবার বলছেন, ‘আমাদের নেত্রী আর নেই।’ দীর্ঘদিন ধরে যাকে ভরসা, আশ্রয় আর নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেছেন, তার চলে যাওয়ার খবরে হঠাৎই যেন অনাথ হয়ে পড়েছেন তারা। এই কান্নায় আছে ভালোবাসা, কৃতজ্ঞতা আর অপূরণীয় শূন্যতার বেদনা। ছবি: মাহবুব আলম
-
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালের সামনে ছুটে যান বহু নেতাকর্মী।
-
নেত্রীর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা।
-
আজ সকাল ৬ টায় মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।
-
হাসপাতালে নেতাকর্মী ছাড়াও ভিড় করছেন সংবাদকর্মী ও সাধারণ মানুষরা।
-
সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।