খালেদা জিয়ার বিদায়ে ছাত্রদের হৃদয়ঘন কোরআন তেলাওয়াত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
বেলা পৌনে ১১টার দিকে তারা সেখানে আসেন। এরপর হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে তারা এ তেলাওয়াত শুরু করেন।
-
কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক। তারা রাজধানীর ভাটারা এলাকার তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।
-
শিক্ষার্থীদের নিয়ে সকালে এভারকেয়ারের সামনে আসেন তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন ও মুফতি আসাদুল্লাহ।
-
মুফতি আসাদুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। ওদের মধ্যে কয়েকজন হাফেজ। কয়েকজন প্রায় শেষের পথে। আমরা এসেছি মরহুমার জন্য কোরআন খতম দিতে।
-
এ কোরআন খতমের সওয়াব যেন মরহুমা পান এনং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেজন্য আমরা তেলাওয়াত করছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাবো।