ঈদের পর বিয়ের পিঁড়িতে বসেছেন যে তারকারা
ঈদের পরই শোবিজ অঙ্গনে লেগেছে বিয়ের ধুম। হঠাৎ করেই বিয়ে করে ফেলেছেন তিন সুপরিচিত অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সার। ছবি: ফেসবুক থেকে
-
ঈদের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর আর ছবি শেয়ার করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার রাবা খান।
-
সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা আরাফাত মহসিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
-
বিয়েতে লাল বেনারসি পড়েছিলেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার।
-
রাবা খানের বিয়ের খবরের পরই জানা গেছে অভিনেতা শামীমের বিয়ের খবর।
-
কলারে কারুকাজ করা অফ হোয়াইট শেরওয়ানি পড়ে বিয়ে করেছেন জনপ্রিয় এই অভিনেতা। এদিন কনের লাল শাড়ির জমকালো লুক নজর কেড়েছে সবার।
-
অভিনেতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার ও কাছের মানুষজন।
-
হঠাৎ বিয়ের খবর জানিয়ে ভক্তদের সারপ্রাইজ দিয়েছেন নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে নুরটেলা নামে সুপরিচিত হবু ডাক্তার ঐশী।