সমুদ্রের ধারে গ্ল্যামারাস মিম
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৮ মে ২০২৫
আপডেট: ০১:২৫ পিএম, ১৮ মে ২০২৫
একটু সময় পেলেই শহরের কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে ছুটে যান ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাগরের নীল জলরাশি, ধবধবে বালুর ছোঁয়া আর নির্জনতা যেন তার প্রিয় সঙ্গী। শুধু ঘুরে বেড়ানোই নয়, সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়াটাও মিমের এক বিশেষ আনন্দ। সমুদ্র হোক কিংবা পাহাড়, মিমের ইনস্টাগ্রাম আর ফেসবুক যেন তার ঘুরে বেড়ানোর ডায়েরি। সম্প্রতি বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। ছবি: ফেসবুকে থেকে
-
অভিনেত্রী তার শেয়ার করা ছবি ক্যাপশনে লিখেছেন, ‘লাইফ ইজ বেটার উইথ র্যান্ডম মোমেন্টস’।
-
ছবিতে নজর কাড়লেও কোথায় বেড়াতে গেছেন সেটা জানাননি লাক্স সুন্দরী।
-
অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী সনি পোদ্দারও।
-
অনেক দিন ধরেই বড় পর্দায় নেই মিম, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন সব সময়।
-
সবশেষ ২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে।