নীরব ঢেউয়ের পাশে মিমের নিঃশব্দ দর্শন
ঢেউয়ের একটানা শব্দ, আকাশজোড়া নীল, আর নির্জন সমুদ্রতীর-এই সবকিছু মিলিয়ে তৈরি হয় এক ধ্যানমগ্ন অনুভূতির আবহ। ঠিক এমন এক মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। শ্রীলঙ্কার সমুদ্রতীর থেকে পোস্ট করা তার ছবিগুলো যেন নিছক ভ্রমণচিত্র নয়, বরং একের পর এক ছন্দবদ্ধ গল্প-কখনো নিঃসঙ্গতা, কখনো প্রশান্তি, আবার কখনো আত্মউপলব্ধির ছোঁয়া। ছবি: ফেসবুক থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মিম। ভ্রমণ মানেই তার কাছে কেবল ছবি তোলা নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কারের একটা সুযোগ।
-
শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই তার ইনস্টাগ্রাম ভরে উঠেছে রঙিন মুহূর্তে; কখনো সমুদ্রতীরের একাকী বসে থাকা, কখনো পাহাড় ঘেরা কোনো জায়গায় দাঁড়িয়ে নীরব তাকিয়ে থাকা।
-
ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে মিম লিখেছেন, একাকীত্বে সমুদ্রের তীরে বসে থাকলে মনে হয়, সবকিছু সম্ভব, কারণ সমুদ্রের গভীরতাও সীমাহীন।
-
কেউ কেউ তাকে শুধুই অভিনেত্রী হিসেবে দেখেন, কেউ আবার মডেল, আবার কেউ এক সফল নারী হিসেবেও চেনেন। কিন্তু তার মাঝেও যে একটা একান্ত ‘মিম’ আছে, তা যেন ফুটে ওঠে এমন একান্ত মুহূর্তের ছবিতে।
-
১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্ম নেওয়া এই অভিনেত্রী শোবিজে পথ চলা শুরু করেন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে।
-
বড় পর্দায় অভিষেক হয় হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ধীরে ধীরে হয়ে উঠেছেন ঢালিউডের আলোচিত নায়িকা।
-
‘পদ্মপাতার জল’, ‘স্বপ্নজাল’, ‘পরাণ’, ‘অন্তর্জাল’ প্রভৃতি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।