প্যারিসের অলিগলিতে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন
নীল রঙের ছায়ায় মোড়া এক রোমান্টিক বিকেল। ব্যস্ততার শহর প্যারিসে এক কোণায় কফির কাপে চুমুক দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যেন ফ্রান্সের ঐতিহ্য আর আধুনিকতার ফ্রেমে মিশে গেছেন তিনি, নিজের ভ্যাকেশন মুডে পুরোপুরি ধরা দিয়েছেন অনুরাগীদের চোখে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ভ্রমণ মানেই ছুটি, আর ছুটি মানেই এক্সপেরিমেন্টাল ফ্যাশন! মেহজাবীনের বেলায় তো সেটা আরও নিখুঁত।
-
সম্প্রতি নীল রঙের এক ক্যাজুয়াল আউটফিটে প্রকাশিত তার কিছু ছবি সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।
-
ব্যাকলেস প্লিটেড টপের সঙ্গে ম্যাচ করে পরেছেন ওয়াইড লেগ প্যান্ট। তার সঙ্গে রয়েছে সোনালি হিল, যা পুরো লুকটিকে এনে দিয়েছে এক ঝলমলে ভারসাম্য।
-
চুলে বেঁধেছেন হালকা মেসি বান, অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন আউটফিটের সঙ্গে মানানসই নীল রঙের একটি ক্লাচ। সাজে রয়েছে সফট টোনের মেকআপ, যা তার চিরচেনা এলিগ্যান্ট সৌন্দর্যকে আরও আবহমান করে তোলে।
-
আঙুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি, কানে সোনালি স্টেটমেন্ট দুল আর হাতে ঘড়ি-প্রতিটি ডিটেইলেই মেহজাবীনের রুচির ছাপ স্পষ্ট। তাকে দেখলেই বোঝা যায়, স্টাইল তার কাছে বাহুল্য নয় বরং আত্মপ্রকাশের এক পরিশীলিত ভাষা।
-
প্যারিসের পথে পথে ঘুরে বেড়ানো এই নায়িকার প্রতিটি ছবিই যেন একটা গল্প বলে ভ্রমণের, সৌন্দর্যের, আর নিখাদ ফ্যাশন সেন্সের।