রূপেগুণে অনন্যা ববি
মডেলিং দিয়ে রঙিন দুনিয়ায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ১৯৮৭ সালের ১৮ আগস্ট ঢাকায় তার জন্ম। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। ছবি: ফেসবুক থেকে
-
২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘মিস এশিয়া প্যাসিফিক’ নামে একটি পুরস্কার জিতেন।
-
ববি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘খোঁজ-দ্য সার্চ’ মুক্তি পায় ২০১০ সালে। ‘দেহরক্ষী’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। এই সিনেমায় সাফল্যের পর একের পর এক নতুন সিনেমাতে কাজ করতে থাকেন ববি।
-
শাকিব খান, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, কাজী মারুফসহ আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
-
প্রধান চলচ্চিত্রে কাজ করেই দর্শকমনে জায়গা করে নেন এই নায়িকা। অ্যাকশন জেসমিন, ব্ল্যাকমেইল, বিজলী ৩টি নারী প্রধান সিনেমাতেই অনন্যা তিনি। একই সঙ্গে বিগ বাজেটের ‘বিজলী’র মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন।
-
বর্তমানে সিনেমার কাজ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী।