মায়াবী চোখে ঐশীর জাদু
চোখ কথা বলে। কেউ কেউ বলে, চোখই মানুষের অন্তরের দর্পণ। জান্নাতুল ফেরদৌস ঐশীর চোখে তাকালেই যেন বোঝা যায়, সৌন্দর্য শুধুই রূপে নয়, আত্মবিশ্বাস আর স্বপ্নেও খেলে। মায়াবী সেই চোখের জাদু আজ তাকে এনে দিয়েছে খ্যাতি, সাফল্য আর কোটি ভক্তের ভালোবাসা। আজ এই মায়াবী অভিনেত্রীর জন্মদিন। ২০০০ সালের এই দিনে বরিশালের পিরোজপুরের মাটিভাঙা গ্রামে তার জন্ম। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ঐশীর পারিবারিক পটভূমিও যেন তার ব্যক্তিত্বে বিশেষ ছাপ ফেলে। বাবা আব্দুল হাই একজন সমাজকর্মী, মা আফরোজা হোসনে আরা একজন শিক্ষিকা।
-
এমন পরিবারে বেড়ে ওঠা ঐশীর শৈশব কেটেছে সাদামাটা অথচ শৃঙ্খলাপূর্ণ পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী এবং সাহসী। স্বপ্ন দেখতেন বড় কিছু করার, যদিও তখন হয়তো জানতেন না তিনি একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতায়।
-
মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন ২০১৮ সালে। এরপর ভর্তি হন ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে গড়ে তোলেন এক আত্মবিশ্বাসী ব্যক্তিত্বে। মডেলিংয়ে যাত্রার শুরুও এই সময়েই।
-
২০১৮ সাল ঐশীর জীবনে মোড় ঘোরানোর বছর। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সবাইকে চমকে দেন তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাস দিয়ে। সেই বছরই তিনি জয় করেন মুকুট, হয়ে ওঠেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮।
-
এরপর চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঐশী। ১১৮ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেন শীর্ষ ৩০-এ-যা বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।
-
গ্ল্যামারের এই আলোয় থেমে থাকেননি ঐশী। নিজের ক্যারিয়ারকে তিনি আরও বহুমাত্রিক করেছেন অভিনয়ের মাধ্যমে। ২০২১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘মিশন এক্সট্রিম’, যেখানে অভিনয়ের দক্ষতা দিয়ে তাক লাগান দর্শককে।
-
এরপর একে একে কাজ করেছেন ‘রাত জাগা ফুল’, ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’, এবং ‘আদম’-এর মতো আলোচিত ছবিতে। প্রতিটি কাজেই তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু রূপসী নন, একজন পরিশ্রমী শিল্পীও।
-
ঐশীর সৌন্দর্য নিয়ে আলোচনা করলে অনেকেই বাহ্যিক রূপের কথা বলবেন। কিন্তু তার আসল আকর্ষণ লুকিয়ে আছে তার আত্মবিশ্বাসে। মঞ্চে হাঁটার ভঙ্গি, ক্যামেরার সামনে অভিব্যক্তি কিংবা সাধারণ কথোপকথনে সহজ সরল ব্যবহার-সবকিছু মিলিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ।
-
মায়াবী সেই চোখে যেন লুকিয়ে আছে দৃঢ়তার আলো, যা তাকে আলাদা করে তোলে অন্যদের থেকে।