শরতের নরম ছোঁয়ায় অপরূপ পরীমনি
প্রকৃতির রঙিন খেলায় রোদ ও বৃষ্টির মিশ্রণে শরতের নিখুঁত পরিবেশ গড়ে উঠেছে। এ সময় আকাশ যেন শিমুল তুলার মতো হালকা সাদা মেঘে ভরা। এই স্নিগ্ধতা ধরতেই পরীমনি সেজেছেন নীল-সাদা শাড়িতে, যা শরতের কোমল আবহকে আরও উজ্জ্বল করেছে। ছবি: অভিনেত্রী ফেসবুক থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার ছবিগুলো একেবারে ঋতুর মেজাজ প্রকাশ করছে।
-
শাড়ির পাতায় ও ব্লাউজে আঁকা নকশাগুলো যেন হাতের মেঘ খেলার প্রতিচ্ছবি। পুরো সাজে পরীমনি যেন উপন্যাসের কোনো চরিত্র হয়ে উঠেছেন স্নিগ্ধ, কোমল এবং মোহনীয়।
-
সাদা-নীল শাড়ির সঙ্গে পরী সাজিয়েছেন কপালে নীল টিপ, চোখে কাজল, কানে অক্সাইডাইজড ঝুমকা।
-
দুই হাতে সিলভার-গোল্ডের চুড়ি আর প্রজাপতি আংটি পুরো লুকে দিয়েছে আরও লোভনীয়তা। কোমর বেয়ে ছেঁড়ে রাখা চুলের মেসি শৈলী যেন স্বাভাবিক সৌন্দর্যকে আরও তোলপাড় করেছে।
-
শরতের নীল-সাদা খেলা এবং নিরবচ্ছিন্ন স্নিগ্ধতা বাঙালির উৎসবপ্রিয় মনকে আরও প্রফুল্ল করে। ছয়টি ঋতুর প্রতিটিই আমরা আনন্দে বরণ করি, আর এই ঋতুবেলায় পরীমনি সেই আবহে নিজেকে ঢেলে দিয়েছেন নিখুঁতভাবে।