অভিনয়ে স্বাভাবিকতার ছোঁয়ায় আলাদা সাফা কবির
২৯ আগস্ট ছিল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবিরের জন্মদিন। ১৯৯৪ সালে ঢাকায় জন্ম নেওয়া এই তরুণী খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে শুরু করে বিজ্ঞাপনচিত্র-সবখানেই তার উপস্থিতি আলো ছড়িয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই তারকার কিছু জানা–অজানা দিক। ছবি: সাফার ফেসবুক থেকে
-
সাফা কবিরের শৈশব কেটেছে ঢাকাতেই। পরিবারে ভালোবাসা আর যত্নের আবহ তাকে গড়ে তুলেছে আত্মবিশ্বাসী করে।
-
ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত ও স্বপ্নবাজ। পড়াশোনার পাশাপাশি তিনি আগ্রহী ছিলেন মিডিয়া জগতে, যদিও তখনও ভাবেননি একদিন এই জগতেই হয়ে উঠবেন জনপ্রিয় মুখ।
-
২০১৩ সালে একটি টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সাফা। খুব দ্রুতই তার স্বাভাবিক অভিনয়শৈলী ও মিষ্টি হাসি দর্শকের নজর কাড়ে। একের পর এক নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ।
-
কেবল অভিনয় নয়, সাফার ভিন্নধর্মী উপস্থাপনাও তাকে জনপ্রিয় করেছে।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সহজ-সরল মেলামেশা তাকে দিয়েছে আলাদা ভালোবাসা। বিশেষ করে তরুণ দর্শক তাকে নিজেদের মতো করে দেখেন, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।
-
শোবিজ অঙ্গনের আলো-আঁধার সবসময়ই সেলিব্রিটিদের ছুঁয়ে যায়। সাফা কবিরও এর বাইরে নন। কখনো ব্যক্তিগত জীবন, কখনো বা সাহসী মন্তব্য-এসব কারণে তিনি থেকেছেন আলোচনায়। তবে সমালোচনাকে তিনি সবসময়ই ইতিবাচকভাবে নিয়েছেন এবং কাজের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করেছেন।
-
সাফা কবিরের অভিনয়ে রয়েছে স্বাভাবিকতা। তিনি যে চরিত্রে অভিনয় করেন, সেটিকে নিজের মতো করে রূপ দেন। হয়তো সেই কারণেই তার চরিত্র দর্শকের কাছে বাস্তব মনে হয়। হাস্যরসাত্মক চরিত্র হোক বা আবেগঘন নাটক-সব ক্ষেত্রেই তার অভিনয় প্রশংসিত।