ছোট্ট সেই মেয়েটি আজ পরিণত নায়িকা
কখনো টেলিভিশনের পর্দায় এক চিলতে হাসিতে জয় করেছিলেন কোটি দর্শকের মন, আবার কখনো সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাঁদিয়ে গেছেন পুরো প্রেক্ষাগৃহ। সময়ের পরতে পরতে বেড়ে ওঠা সেই পরিচিত মুখ আজ আর কেবল ‘শিশু তারকা’ নয়, তিনি এখন পূর্ণাঙ্গ নায়িকা। বয়স, অভিজ্ঞতা আর অধ্যবসায়ের আলোকে নিজেকে নতুন রূপে হাজির করেছেন দীঘি। ছোট্ট মেয়েটির চোখের সরলতায় যেভাবে দর্শক মুগ্ধ হয়েছিল, আজ সেই চোখেই ফুটে ওঠে পরিণত অভিনয়ের দীপ্তি। ছবি: ফেসবুক থেকে
-
ছোট্ট বয়সে বাবার হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ানো সেই মিষ্টি মুখের শিশুটি আজ পরিণত হয়েছেন পূর্ণাঙ্গ নায়িকায়।
-
দীঘির অভিনয়যাত্রার সূচনা বিজ্ঞাপন দিয়ে। ছোট্ট বেলায় একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে তার হাসি ও সরলতা দর্শকের মনে দাগ কেটে যায়। সেই বিজ্ঞাপন থেকেই শুরু হয় তার আলো ছড়ানো পথচলা। এরপরেই সিনেমায় নাম লেখান তিনি।
-
দীঘির প্রথম সিনেমা কাবলিওয়ালা। সেখানে তার অভিনয় সবার মন জয় করে নেয়। শিশুশিল্পী হিসেবে এক টাকার বউ, চাচ্চু, দাদিমাসহ একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
-
একের পর এক সিনেমায় তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি আর চোখের অভিব্যক্তি তাকে পৌঁছে দিয়েছিল অন্য উচ্চতায়। খুব দ্রুতই দর্শকের মনে জায়গা করে নেন ‘শিশু তারকা দীঘি’।
-
শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ নায়িকা হয়ে ওঠার পথটা সহজ ছিল না। মাঝখানে পড়াশোনা ও বেড়ে ওঠার সময়ের কারণে কিছুটা বিরতি নিতে হয়েছিল তাকে। তবে শিল্পী পরিবারে বেড়ে ওঠা দীঘি কখনোই আলো-ঝলমলে পর্দা থেকে একেবারে দূরে সরে যাননি।
-
নায়িকা হিসেবে দীঘির যাত্রা শুরু হয় তুমি আছো তুমি নেই সিনেমা দিয়ে। প্রথম ছবির সময় অনেক আলোচনা-সমালোচনা এলেও তিনি থেমে থাকেননি। বরং নতুন করে নিজেকে গড়ে তুলতে কাজ করেছেন।
-
বর্তমানে তিনি নিয়মিত কাজ করছেন সিনেমা ও ওয়েব কনটেন্টে। তার অভিনয়ে ধীরে ধীরে পরিণত রূপ ফুটে উঠছে।
-
একসময় যে শিশুশিল্পীর মুখ দেখে দর্শক হাসত, আজ সেই মুখই বড় পর্দায় গল্প এগিয়ে নিয়ে যায়। দীঘি প্রমাণ করেছেন, তারকা হওয়া মানে শুধু পরিচিতি নয়; এর সঙ্গে জড়িত দায়বদ্ধতা, কঠোর পরিশ্রম আর নিজেকে নতুন করে গড়ে তোলার অবিরাম প্রয়াস।
-
আজ দীঘির জন্মদিন। ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। সবার কামনা, তার যাত্রাপথ আরও উজ্জ্বল হোক, আরও সাফল্যের গল্প যুক্ত হোক বাংলা চলচ্চিত্রে।